প্রতিভাকে গোটা দেশের সামনে নিয়ে আসার ক্ষেত্রে রিয়্যালিটি শোগুলির জুরি মেলা ভার। বহু বছর ধরে সেই কাজটাই করে চলেছে সুপার স্টার সিঙ্গার। বর্তমানে চলছে এই শোয়ের দ্বিতীয় সিজন। প্রত্যেক এপিসোডে থাকে প্রচুর গল্প ও আনন্দ। জনপ্রিয় সোনি চ্যানেলের এই গানের রিয়্যালিটা শোয়ে, বিচারকের আসনে রয়েছেন অলকা ইয়াগনিক, হিমেশ রেশমিয়ার মতো সঙ্গীতের মহারথীরা। আর এই সিজনে সকলের চোখের মণি হয়ে উঠছেন ফেজ।
সে যেই গানই গাক না কেন তা খাঁটি সোনার মতো পছন্দ হয়ে যায় বিচারকদের। সম্প্রতি সে গেয়েছিল আলভিদা গানটি। তাঁর গান শুনে হিমেশ রেশমিয়া প্রশংসা করতে বাধ্য হন। মেন্টর অরুনিতা কাঞ্জিলালের গায়ের রোম শিহরিত হয়ে যায় পর্যন্ত। এবারও ঠিক তেমনই ফেজ ইমপ্রেস করে দিল অলকা ইয়াগনিককে। নব্বই দশক স্পেশাল এপিসোডে একের পর এক পুরোনো দিনের গান গাইতে দেখা গেল ফেজকে। তার পাশে দাঁড়িয়ে সুরের তালে পা নাড়াচ্ছিল মানি। ফেজয়ের গান শুনে মুগ্ধ হয়ে যান প্রতিযোগীরাও।
করতালি ভেসে আসে দর্শকাসন থেকে। দর্শকদের বহুদিনের ইচ্ছা অরুনিতা এবং ফেজ একবার অন্ততঃ মঞ্চে ডুয়েটে গান করুক। তবে সেই আশা এখনও পূরণ হয়নি। বলিউড লেটেস্ট নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় প্রতিদিনই অরুনিতা আর ফেজয়ের একত্রে মর্ফ করা ছবি থাম্বনেইলে দিয়ে ইন্ডিয়ান আইডলের ভিডিও পোস্ট করা হয়। এবং সেখানেও একই দাবি করা হয়, অরুনিতা-ফেজয়ের একত্রে একটি ডুয়েট পারফরম্যান্স হোক।