বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। গত বছর ইন্ডিয়ান আইডলের মঞ্চে প্রত্যেকটি দর্শকের মন জিতে নিয়েছিলেন এই বঙ্গ তনয়া। এখন তাকে গোটা দেশ চেনে। ইন্ডিয়ান আইডলের পরে তাকে সুপার সিঙ্গারে ক্যাপ্টেনের ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছে। হিন্দি টেলিভিশন জগতের একটা জনপ্রিয় গানের রিয়ালিটি শো হল সুপার সিঙ্গার। এখানে বলিউডের সব বড় বড় গানের শিল্পীদের বিচারকের,
আসনে দেখতে পাওয়া যায়। সম্প্রতি এই রিয়ালিটি শো এর সিজন ২ সম্প্রচারিত হয়েছিল। সেখানে বিচারকের আসনে দেখতে পাওয়া গিয়েছিল হিমেশ রেশমিয়া, জাভেদ আলি, এবং আলকা ইয়াগনিককে।
গানের ছুটিতে প্রত্যেকটি খুদে প্রতিযোগীর গান শুনেই মুগ্ধ হত গোটা দেশের জনতা। সেই সঙ্গে সুপার সিঙ্গার সিজন টু এর বিচারক রাও প্রশংসায় ভরাতে প্রত্যেককে। তার মধ্যে একজন শিল্পী ছিলেন যারা ঋতুরাজ। এই খুঁজেই নিজের অসাধারণ প্রতিভা এবং কণ্ঠস্বরে মুগ্ধ করেছিল প্রত্যেককে।
এবার অরুনিতার ভক্তদের এবং ঋতুরাজের ভক্তদের মিলিত অনুরোধ যে তাদের দুজনকে একসঙ্গে গান গাইতে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মন্তব্য ভেসে আসে জানো তারা একে অপরের সুমধুর কন্ঠ একসাথে মিশিয়ে সুন্দর একটি গান উপহার দেয় দর্শকদের। তবে এবার দেখার যে দর্শকদের এই আবতার ঠিক কতটা মেটাতে পারে অরুনিতা কাঞ্জিলাল এবং ঋতুরাজ।