Breaking News

কনুইয়ের কালচে দাগ দূর করার ৩টি ঘরোয়া উপায়!

ত্বকের যত্ন নেওয়া হলেও কনুইয়ের দিকে নজর দেওয়া হয় না অনেকেই। ফলে এই অংশটি হয়ে থাকে কালো। দেহের অন্যান্য অংশের তুলনায় কনুইয়ের ত্বক বেশি পুরু হয়। ময়শ্চারাইজার ব্যবহার করলেও তা তেমন একটা কাজ করে না। এই অংশটি হয়ে পড়ে শুষ্ক। কনুইয়ে মেলানিন

বেশি হওয়ায় কালচে ভাবও বেশি থাকে। কিছু ঘরোয়া উপায়ে কনুই থেকে কালচে ভাব কমিয়ে ফেলতে পারেন— 1. লেবুর রস প্রাকৃতিক এই উপাদানে রয়েছে ব্লিচিং এফেক্ট। কনুইয়ের কালো ছোপ উঠাতে সাহায্য করে। যেভাবে ব্যবহার করবেন- একটি লেবুর রস নিংড়ে নিয়ে সামান্য চিনি মেশান। এবার এই মিশ্রণ কনুইয়ে ভালো করে ঘষুন। এতে কালো দাগ তো যাবেই, দূর হবে ডেড সেলও। আধা ঘণ্টা পর ঘন

ময়শ্চারাইজার লাগিয়ে নিন। 2. দুধ ও বেকিং সোডা কনুইয়ের কালো দাগ দূর করতে দুধ আর বেকিং সোডাও ভালো কাজ করে। দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ কনুইয়ে চক্রাকারে ম্যাসেজ করে নিন। নিয়মিত ব্যবহারে কালো দাগ কমবে। দুধের ফ্যাট কনুইয়ের শুষ্কতাও কমাবে। 3. শসার রস ঘরে থাকা শসাও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। একটা শসা একটু মোটা করে কেটে নিন। কনুইয়ে

মিনিট দশেক ঘষতে থাকুন। ৫ মিনিট অপেক্ষা করে হাত ধুয়ে নিন। চাইলে শসা আর লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করেও ব্যবহার করতে পারেন। তবে কনুইয়ের কালচেভাব দূর করার জন্য কেবল এসব প্যাক ব্যবহার করা যথেষ্ট নয়। প্রতিদিন গোসলের পর ভালো করে

ময়শ্চারাইজার লাগিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও একই কাজ করুন। পেট্রোলিয়াম জেলি, নারিকেল তেল, কোকো বা শিয়া বাটার ময়শ্চারাইজার হিসেবে খুবই ভালো। একই উপায় কাজে লাগিয়ে হাঁটুর কালো দাগও দূর করতে পারেন।

About admin

Check Also

চুল পড়া কমাতে পেঁয়াজের তেল, জেনে নিন তৈরি ও ব্যবহার পদ্ধতি!

চুল পড়া নিয়ে অনেকেই চিন্তিত। ঘন ও লম্বা চুল চান না এমন মানুষ মেলা ভার। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *