Breaking News

বিয়ের পর নারীরা যা বেশি সার্চ করেন গুগলে

বর্তমানে গুগল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন। যখন যা জানার কৌতূহল হয় স’ঙ্গে স’ঙ্গে গুগলে তা সার্চ করেন কমবেশি সবাই। বিশ্বের প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর সংরক্ষিত আছে গুগলে। সাম্প্রতিক এক রিপোর্টে সামনে এসেছে এই গুগল সার্চ নিয়েই এক চাঞ্চল্যকর তথ্য।

যেখানে উঠে এসেছে বিয়ের পর বেশিরভাগ নারীরা গুগলে ঠিক কী কী সার্চ করেন! তথ্য অনুসারে, বিবাহিত নারীরা এই সার্চ ইঞ্জিনে সার্চ করেন ‘স্বামীর পছন্দ জানার কৌশল’। বিয়ের পর প্রায় প্রতিটি নারীর মনে প্রশ্ন থাকে যে তার স্বামী কী পছন্দ-অপছন্দ করেন। গবেষণায় উঠে এসেছে, এই প্রশ্নটিই গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয় সদ্য বিবাহিত নারীদের তরফে।

শুধু তাই নয়, নারীরা কীভাবে তাদের স্বামীর মন জয় করবেন কিংবা খুশি রাখবেন তাও অনুসন্ধান করেন গুগলে। এই সমীক্ষায় আরও উঠে এসেছে, ‘কোন কৌশলে স্বামীকে স্ত্রীনিষ্ঠ করা যায়’।

এছাড়া অনেক নারী অনুসন্ধান করেন, ‘বিয়ের পর সন্তান ধারণের উপযুক্ত সময় কখন?’ সাধারণত স্ত্রীদের প্রায়ই সন্তান-ধারণ বিষয়টি নিয়ে আলাদা উত্তেজনা ও উৎকণ্ঠা থাকে। আর এ কারণেই নারীরা বেশি এসব বিষয়ের উত্তর খোঁজেন গুগলে।

এছাড়া সমীক্ষার তথ্য আরও জানাচ্ছে, নারীরা গুগল সার্টে জানার চেষ্টা করেন চান বিয়ের পর তাদের নতুন পরিবারে তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে তারা সেই পরিবারের, শ্বশুরবাড়ির সদস্য হয়ে উঠবেন ইত্যাদি।

সদ্য বিবাহিত নারীরা জানার চেষ্টা করেন, কীভাবে আপনার পরিবারের দায়িত্ব পালন করবেন ইত্যাদি। এমনকি বিয়ের পর কীভাবে নিজের ব্যবসা চালানো উচিত কিংবা পরিবার কীভাবে ব্যবসা পরিচালনা করতে সাহায্য ও সহযোগিতা করতে পারে এসব বিষয় জানার জন্যও গুগলে সার্চ করেন নারী।

সূত্র: নিউজ ১৮

About admin

Check Also

খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন অধিক লেয়ার ও নরম তুলতুলে স্বাদের লাচ্ছা পরোটা, রইল ভিডিও সহ রেসিপি!

পরোটা আমাদের অতি লোভনীয় একটি খাবার। আমরা সকালে নাস্তার সাথে বা বিকেলে নাস্তার সাথে বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *