চাণক্য ছিলেন শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ এবং রয়্যাল অ্যাডভাইজার৷ চাণক্যের অর্থনীতি এবং রাজনৈতিক দূরদর্শিতার প্রভাবে আজ তিনি বিশ্বখ্যাত৷ বিশ্ব সংসার সম্পর্কে তার জ্ঞান ছিল অপার৷ কি কি করলে আপনার জীবন সুখের হবে সেই সম্পর্কেই বিশদ বর্ণনা দিয়েছেন তিনি৷
জীবনে সমস্যা এড়িয়ে চলতে হলে চাণক্য নীতি মতে, অবশ্যই এই বিশেষ জিনিসগুলি মেনে চলা উচিত৷ এই বিশেষ বিষয়গুলি হল। সুখে থাকতে চান? তাহলে অক্ষরে অক্ষরে পালন করুন এই চার নীতি :
১) আর্থিক সমস্যা: আপনি যদি আর্থিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন৷ তবে, অবশ্যই কাউকে কিছু জানাবেন না৷ এটি নিজের মধ্যেই রাখুন৷ কারণ টাকা পয়সার সমস্যায় আপনাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবেনা৷ তবে, যদি কেউ এগিয়ে আসে তাহলে ভাববেন সেটি ফেক৷
২) গোপন কথা : নিজের গোপন কথা গোপন রাখুন৷ পাঁচকান করলেই তা আপনি সমস্যার সম্মুখীন হবেন৷ এমনকি আপনার সমস্যার কথা শুনে লোকজন হাসবে আপনার পিছনে৷
৩) নিজের স্ত্রী-র চরিত্র: নিজের স্ত্রী-র চরিত্র সম্পর্কে কখনও কাউকে কিছু বলবেন না৷ যারা এই কথা গোপন রাখেন দিনের শেষে তারাই সুখী হবেন৷
৪) সমান মর্যাদা: সমাজে গরীব ব্যক্তিদেরকে কখনই অবহেলিত করবেন না৷ সবসময় সবাইকে সমান মর্যাদা দিয়ে চলুন৷ -কলকাতা২৪