Breaking News

শাকিব খানের ভক্তদের জন্য রেস্টুরেন্টে ২০ শতাংশ ডিসকাউন্ট

ঢাকাই সিনেমা’র সুপারস্টার শাকিব খানের ভক্তদের জন্য এলো সুখবর। কারণ, ঢালিউড ভাইজানের ভক্ত হলেই পেয়ে যাবেন রেস্টুরেন্টে ২০ শতাংশ ছাড়। রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ‘নিউ গ্র্যান্ড সুলতান’ নামের একটি চাইনিজ রেস্টুরেন্টের কর্ণধার আশরাফ রোমেন। শাকিব খানের ‘ডাই হার্ট ফ্যান’ তিনি। সেই ভালোবাসা থেকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে যেকোনো খাবারের ওপর এই ছাড় দিচ্ছেন তিনি।

বিষয়টি নিয়ে কথা হয় রেস্টুরেন্টের দায়িত্বে থাকা মিরাজ হোসেনের স’ঙ্গে। তিনি বলেন, ‘আম’রা সবাই শাকিবিয়ান। তাকে আম’রা অনেক ভালোবাসি। অনেকে আছেন, তার সমালোচনা করেন। আম’রা তার ভক্ত বলে অন্য চোখে দেখেন।

যদিও তাদের কথা গায়ে মাখি না। তবে তাদের দেখিয়ে দিতে চাই, প্রিয় নায়কের জন্য আম’রা কী’ করতে পারি! অনেক শাকিবিয়ান আমাদের রেস্টুরেন্টে আসছেন। অফার অনুযায়ী ছাড়ও দিচ্ছি। বেশ ভালো সাড়া পাচ্ছি।’

কোনো শাকিবিয়ান যদি নিউ গ্র্যান্ড ‍সুলতানে অনুষ্ঠানের আয়োজন করতে চান তাহলে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে না বলে জানান তিনি। মূলত, উন্মাদনার আরেক নাম শাকিব খান।

তাকে নিয়ে ভক্তরা যে ধরনের পাগলামি করেন, তা আগে অন্য কোনো নায়কের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। নয় মাস পর মা’র্কিন মুলুক থেকে দেশে ফেরার পর যেভাবে তাকে বরণ করা হলো, তা সত্যিই নজিরবিহীন। এবার রেস্তোরাঁয় খাবারের ওপর ছাড় দিয়ে আরও এক নজির তৈরি করলেন তারা।

About admin

Check Also

মডে’লদের মত আ’কর্ষ’ণীয় সু’ন্দর ফি’গার পেতে চান? তাহলে নিয়মিত খা’ন এই ৭টি খাবার

TVতে যখন কোন মডেল দেখানো হয়, আমরা খুব অবাক হয়ে তাকিয়ে থাকি আর চিন্তা করি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *