Breaking News

যু’ক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নায়িকা খুঁজে পাচ্ছেন না শাকিব খান

দিন কয়েক আগে যু’ক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমা’র সুপারস্টার শাকিব খান। এসেই তোড়জোড় শুরু করেছেন নতুন কাজের। ঢাকাই পা রেখেই জানিয়েছিলেন, ‘অনেক সুখবর আসবে। অ’পেক্ষা করুন।’

শাকিব খানের ঘনিষ্ঠ কিছু সূত্র বলছে, আবারও সিনেমায় নিয়মিত হবেন শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। সেগুলোর পরিচালনার দায়িত্বে থাকবেন হাসিবুর রেজা কল্লোল, তপু খানরা। শোনা যাচ্ছে সময়ের হিট পরিচালক রায়হান রাফির সঙ্গেও একটি সিনেমা করতে আগ্রহী শাকিব। শিগগিরই হয়তো কিছু তথ্য পাওয়া যাবে এ ব্যাপারে।

এসব সিনেমা’র জন্য নতুন নায়িকা খুঁজছেন শাকিব খান। বেশ কয়েকদিন ধরেই এমন তথ্য উড়ে বেড়াচ্ছে ঢালিউডের বাতাসে। অ’পু বিশ্বা’সের সঙ্গে জুটি বেঁধে আকাশছোঁয়া সাফল্য পাওয়া শাকিব অনেক আগে থেকেই নতুন জুটির প্রতি আগ্রহী। সে ভাবনা থেকেই শবনম বুবলীকে নিয়ে এসেছিলেন সিনেমায়।

বুবলীকে নিয়ে ‘বসগিরি’, ‘রংবাজ’, ‘বিদ্রোহী’সহ বেশ কিছু হিট সিনেমা’ও উপহার দিয়েছেন তিনি। তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ নামের একটি ছবি মুক্তির অ’পেক্ষাতেও রয়েছে এ জুটির। তবে বুবলীর সঙ্গে জুটি নিয়ে নানারকম সমালোচনা তৈরি হওয়ায় শাকিব অন্য নায়িকাদের প্রতি ঝুঁকছেন। যার উদাহ’রণ এস এ হক অলিকের ‘গলুই’। সেই ছবিতে শুরুতে বুবলীর নাম শোনা গেলেও শাকিবের আগ্রহে নায়িকা হন পূজা চেরী।

নায়ক-নায়িকার বয়সের পার্থক্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে গেল রোজা ঈদে মুক্তি পাওয়া ছবিটি বেশ ভালোই দর্শক টেনেছে। তাই শাকিবও নতুন জুটির দিকে মনোযোগী হয়ে উঠেছেন। পূজার সঙ্গে শিগগিরই নতুন সিনেমায় দেখা যেতে পারে ঢালিউড খানকে। পাশাপাশি আরও নতুন জুটি গড়তে চাইছেন তিনি। আ’মেরিকায় থাকতেই নতুন নায়িকার সন্ধান করছিলেন তিনি।

এ মুহূর্তে আলোচনায় আছেন সামিরা খান মাহি। টিভিপর্দার জনপ্রিয় এ অ’ভিনেত্রীকে নায়িকা হিসেবে চান শাকিব–এমন কথা শোনা যাচ্ছে। তবে মাহি এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন, ‘আমি নিজেও অ’বাক হয়েছি কথাটি শুনে। আনুষ্ঠানিকভাবে আমাকে কেউ এ বিষয়ে কিছু বলেনি। শাকিব খান দেশের জনপ্রিয় তারকা। তার সঙ্গে কাজের সুযোগ হলে করব। তবে সেখানে গল্প, চরিত্র নিয়ে ভাবার অবকাশ থাকতে হবে। কাজ নিয়ে লুকোচু’রির কিছু নেই। করলে সবাই জানতে পারবেন।’

এদিকে নায়িকা অধ’রা খানকেও শাকিব খানের নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেল। অধ’রা বলেন, ‘আমাকে অনেক আগে প্রস্তাবটি দেওয়া হয়েছিল। তখন সে ছবির কাজটি আর এগোয়নি। নতুন কোনো কিছু হলে সেটা গো’পন রাখার কোনো কারণ নেই।’

এ ছাড়া শাকিব খানের পক্ষ থেকে ছোটপর্দার জনপ্রিয় কয়েকজন অ’ভিনেত্রীকে নায়িকা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এসবই অনানুষ্ঠানিক। শাকিব বা তার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো প্রস্তাব কারও কাছে যায়নি। শাকিবের টিম বিষয়টি দেখাশোনা করছে। তারাই বিভিন্ন অ’ভিনেত্রী-মডেলের দুয়ারে কড়া নাড়ছেন সিনেমা’র প্রস্তাব নিয়ে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার সঙ্গে জুটি বাঁধেন কিং খান।

About admin

Check Also

মডে’লদের মত আ’কর্ষ’ণীয় সু’ন্দর ফি’গার পেতে চান? তাহলে নিয়মিত খা’ন এই ৭টি খাবার

TVতে যখন কোন মডেল দেখানো হয়, আমরা খুব অবাক হয়ে তাকিয়ে থাকি আর চিন্তা করি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *