Wednesday , September 20 2023
Breaking News

সিঙ্গেলদের সব দুঃখ ঘুচিয়ে দিবে ‘রোবট বউ’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে চীন নিয়ে এসেছে নতুন মডেলের ‘এআই ওয়াইফ’ অর্থাৎ ‘রোবট বউ’। যা কিনা আপনার সমস্ত আশা আকাঙ্খা পূরণ করবে। পাশাপাশি আপনার ঘরের সব কাজও করে দেবে।

বিয়ে না করে ব্যাচেলর হওয়ার যন্ত্রনায় চীনের যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্যই এলো এই নতুন প্রযুক্তি। এটি আসলে একটি সে.ক্স রোবট হলেও কথা মতো ঘরের কাজ করে দেবে। আপনার খেয়াল রাখতেও এটি সমানভাবে পারদর্শী।

আপনার সঙ্গীর চাহিদা মেটাবে এই নতুন প্রযুক্তি। এমনটাই দাবি বিজ্ঞানীদের। এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Bong trand । সংবাদমাধ্যটি আরো জানায়, আধুনিক এই বউ রোবট হাসতে পারবে, কথা বলতে পারবে, আপনাকে স্পর্শ করতে পারবে, শেয়ার করতে পারবে অনুভূতিও। তাই এ রোবট সারা ফেলেছে বিশ্ববাজারে।

About admin

Check Also

চুল পড়া কমাতে পেঁয়াজের তেল, জেনে নিন তৈরি ও ব্যবহার পদ্ধতি!

চুল পড়া নিয়ে অনেকেই চিন্তিত। ঘন ও লম্বা চুল চান না এমন মানুষ মেলা ভার। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *